নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদটির উত্তর পাশে ৬টি লিকেজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওহাব।
মসজিদের কলাম নির্মাণের সময়েই এই লিকেজগুলোর সৃষ্টি হয়েছে। এছাড়া মসজিদ নির্মাণের সময়ে কোন ধরনের অনুমতিও নেয়া হয়নি। একইসাথে আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বলে জানান কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম। কমিটির প্রধান করা হয় তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে।
বিস্ফোরণের পরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, মূলত মসজিদের ভেতর গ্যাস থাকতে পারে এমন ধারণা করছি আমরা। গ্যাস লাইনের লিকেজ ছিল কিনা সেই তদন্ত হচ্ছে।
তিনি আরও বলেন, তবে মসজিদ কমিটি থেকে লিকেজ সংস্কারের কোনও অভিযোগ পায়নি তিতাস কর্তৃপক্ষ। তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a reply