করোনা শঙ্কায় ৫ দিন বন্ধের পর ফের অনুশীলনে টাইগাররা

|

ছবি: সংগ্রহীত

করোনা শঙ্কায় ৫ দিন বন্ধ থাকার পর মিরপুরে আবারো অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা। সকাল থেকেই ব্যাটে বলে অনুশীলন করেন মুশফিক-বিপ্লবরা।

ব্যক্তিগত অনুশীলনের এই পর্যায়ে ছিলো কঠোর ব্যবস্থা। হোম অফ ক্রিকেটেকে সবুজ-হলুদ-লাল জোনে ভাগ করা হয়েছে। সবুজ জোনে শুধু ক্রিকেটার আর স্টাফ। এর কারণ প্রথমদিনের ২৪ জনের করোনা পরীক্ষায় পজেটিভ আসে সাইফ হাসান ও ট্রেনার নিক লির।

তবে মঙ্গলবার মোহাম্মদ মিঠুন ও অন্যান্য সাপোর্ট স্টাফদের পরীক্ষায় সবাই উতরে গেছেন। তবে আপাতত কোন ঝুঁকি নিতে চায় না বিসিবি। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষনা হবে দুই /একদিনের মধ্যে। এরপর কোচিং স্টাফসহ মিরপুরে শুরু হবে দলগত অনুশীলন ক্যাম্প। সেই সময় আরো কয়েকবার হবে করোনা পরীক্ষা। এইচপি দলসহ শ্রীলঙ্কায় তিনটা ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply