একদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

|

একদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। তার এ সফরে ঢাকা-বুদাপেস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সিজার্তো। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে বৈঠক করবেন। বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। এরপর দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করবেন।

হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানাবেন। আজ সন্ধ্যায়ই ঢাকা ছাড়বেন পিটার সিজার্তো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply