আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো রাফায়েল

|

সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে কাজ শুরু করলো ৫টি রাফায়েল যুদ্ধবিমান। আজ, হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে সম্পন্ন হয় অর্ন্তভূক্তির সব আনুষ্ঠানিকতা।

এসময়, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে’সহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। ভারতীয় পক্ষে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া। সর্বধর্ম পূজা শেষে হয় এয়ার শো। যাতে অংশ নেয়- রাফায়েল, জাগুয়ার, সুখয়- থার্টি, তেজস যুদ্ধবিমান এবং এমআই-সেভেনটিন, ধ্রুব হেলিকপ্টার।

২০১৬ সালে, ৫৯ হাজার কোটি রূপির চুক্তি অনুসারে ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল কিনবে ভারত। গেলো ২৯ জুলাই, পাঁচটি রাফায়েল ভারতে পৌঁছায়।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, যারা ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস করছে, বিমানবাহিনীতে রাফালের অর্ন্তভুক্তি তাদের জন্য শক্তিশালী বার্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply