বদি হত্যা মামলায় গাংনী পৌর মেয়রসহ ১১ জন বেকসুর খালাস

|

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে আলোচিত বদিউজ্জামান বদি হত্যা ও গুম মামলায় খালাস পেয়েছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ ১১ জন। বৃহস্পতিবার মেহেরপুর জজ আদালতের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

খালাস প্রাপ্ত অন্য আসামিরা হলেন, আনারুল ইসলাম, খাইরুল ইসলাম, বকুল, শফিকুল, বাবুল, নাজু, রানা, মোজাম কসাই ও মিলন।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ এপ্রিল মেহেরপুরের গাংনী উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে বদিউজ্জামান বদি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ২৮ এপ্রিল বদির ভাই রবিউল ইসলাম বাদি হয়ে গাংনী থানায় মেয়র আশরাফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা ও গুম মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৯/১৩২। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নারায়ন চন্দ্র নাথ ২০১২ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১২ জন সাক্ষির সাক্ষ্য ও মামলার নথি পর্যবেক্ষণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়ার পর গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, সত্যের জয় হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। এই মামলায় সব আসামি বেকসুর খালাস পেয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply