বিদ্যুতের সর্ট সার্কিট থেকে মসজিদে বিস্ফোরণ ঘটে (ভিডিও)

|

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৪ দিন সময় বাড়িয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এরইমধ্যে অগ্রগতি প্রতিবেদন তৈরি করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

এতে বলা হয়, লাইনে লিকেজ থেকে জমা হয়েছিল গ্যাস। পরে বিদ্যুতের লাইন পরিবর্তনের সময় সর্ট সার্কিট থেকে ঘটে বিস্ফোরণ। এ ঘটনায় দায়ের করা, মামলাটি তদন্তের জন্য আজ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

মসজিদের ভেতরটা ছিলো গ্যাসে ঠাসা। রাত ৮ টা ৪৫ এ চলে যায় মূল লাইনের বিদ্যুৎ। বিদ্যুতের আরেক লাইন চালু করতে যান মুয়াজ্জিন। সুইচ চাপতেই সর্ট সার্কিট। লেগে যায় আগুন, মুহূর্তেই বিস্ফোরণ। চাক্ষুস ২৫ সাক্ষীর জবানবন্দী, ঘটনাস্থল পরিদর্শন, তিতাস ও ফায়ার সার্ভিসের সাক্ষ্যে তাই পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির এই ছিলো অগ্রগতি প্রতিবেদন। পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে
অপেক্ষা আরো ৪ কার্যদিবস।

দুর্ঘটনার ৫ দিন পর ৩ দিনের খোঁড়াখুড়ি শেষে বুধবার সন্ধ্যায় মসজিদের উত্তরপাশ ঘেষে লিকেজ গ্যাস লাইনের সন্ধ্যান পায় তিতাস। সে রিপোর্টও চূড়ান্ত। মঙ্গলবার জানা যাবে কি পেয়েছে ফায়ার সার্ভিস। ওদিকে পুরো ঘটনায় কার কি অবহেলা ছিলো এনিয়ে সরেজমিন তদন্তে নেমেছে সিআইডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply