Site icon Jamuna Television

বৈরুত বন্দরে আবারও ভয়াবহ আগুন (ভিডিও)

বৈরুত বন্দরে আবারও ভয়াবহ আগুন

লেবাননের রাজধানী বৈরুতের আরেকটি বন্দরে ফের বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঠিক এক মাস পাঁচদিন আগে শহরটিতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ প্রাণ হারান।

বিস্ফোরণের ধাক্কায় টালমাটাল বৈরুতে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা চলছে। এর মাঝে বৃহস্পতিবার বৈরুতের বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে লেবাননের সেনাবাহিনী নিশ্চিত করেছে।

রয়টার্স জানিয়েছে, আগের বিস্ফোরণের মতো এবারও পুরো আকাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। বিস্ফোরণের কোনো কারণ এখনো জানা যায়নি।

গত ৪ আগস্ট এই বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় বৈরুত। এতে অন্তত ১৯১ জনের প্রাণহানি ও আরও অনেকে আহত হন। গুঁড়িয়ে যায় অনেক ভবন। বন্দরে কয়েক বছর ধরে অবৈধভাবে মজুত করে রাখা অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে।

নতুন ঘটনার পর বৈরুতের গভর্নর সাধারণ মানুষকে বন্দরের আশপাশে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version