আইসিইউতে চিকিৎসাধীন ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের মেডিকেল অফিসার ডা.লুবনা ফেরদৌস। শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি জানান, দগ্ধ ৫ জনের করো ইতিবাচক উন্নতি নেই। তাদের সর্বোচ্চ চিকিৎসা ও সেবা দেয়া হচ্ছে।
নারায়ণগঞ্জের মসজিদে লাগা আগুনে এ পর্যন্ত মোট ৩১ জন মারা গেছেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চিকিৎসাধীনদের অবস্থার খোঁজ খবর নিতে যান তার প্রতিনিধি ডা. মো. জুলফিকার আলী লেলিন।
এদিকে, এক সপ্তাহ পার হলেও নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণের ট্র্যাজেডিতে শোকে পাথর এলাকাবাসী। স্বজনদের হাহাকারে ভারী হয়ে রয়েছে পশ্চিম তল্লা এলাকা। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেনি তদন্তকারী দলের কোনো সদস্য। অবশ্য সপ্তাহ আগেও প্রতি ওয়াক্তের ও জুমার নামাজে পরিপূর্ণ থাকতো বাইতুস সালাত জামে মসজিদ। তবে ট্রাজেডির পর আজ মসজিদটিতে হচ্ছে না জুমার নামাজ।
এছাড়া, গ্যাস লাইনের লিকেজ খোঁজার জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি চলমান রয়েছে এলাকাজুড়ে। এতে দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। তারা দাবি জানিয়েছেন, দ্রুত রাস্তা মেরামতের।
ইউএইচ/
Leave a reply