চন্দ্রা থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ১৫ কিলোমিটার যানজট

|

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। গত রাত ১২ টার পর থেকে এ যানজট।

এতে টাঙ্গাইল মুখী পরিবহনের দীর্ঘ সারি দেখা গেছে। যানজটের কারণে উত্তরবঙ্গ গামী বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পরে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, গোড়াই মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এ যানজট দেখা দিয়েছে। তবে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply