পর্তুগালে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন স্বাস্থ্যবিধি ঘোষণা

|

পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। যা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি এ ঘোষণা দেন।

গত ৩০ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আশংকা করা হয়েছিল যে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পুরো দেশ করোনা সংক্রমণের নতুন ঝুঁকিতে প্রবেশ করবে। এরই প্রেক্ষিতে এই বিধি-নিষেধ দেয়া হয়।

বিধি-নিষেধে বলা হয়-

-সর্বোচ্চ ১০ জনের বেশি একত্রিত হতে পারবে না
-বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা আগে খুলতে পারবে না। খোলা রাখা যাবে রাত ৮ পর্যন্ত।
-শপিং সেন্টার এবং এ সংক্রান্ত অঞ্চলে সর্বোচ্চ চার জন একত্র থাকতে পারবে।
-রাত ৮টা থেকে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ ( খাবারের টেবিলে ব্যতিক্রম)
-রাস্তা এবং পাবলিক প্লেসে অ্যালকোহল পান নিষিদ্ধ
-রেস্টুরেন্ট, কফি, পেস্ট্রি শপে, স্কুলে ৩০০ মিটার দূরত্বে, সর্বোচ্চ একসাথে চারজনের গ্রুপ থাকতে পারবে।
-খেলার মাঠে দর্শক ছাড়াই খেলা পরিচালনা করতে হবে।

এছাড়া আগামী ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। তার মধ্যে বিদ্যালয় গুলোকে নতুন স্বাস্থ্যবিধির আলোকে সাজিয়ে নেয়া, প্রতিটি বিদ্যালয় জরুরী পরিকল্পনা সমূহ প্রবর্তন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বন্টন, কেউ সংক্রমিত হলে বা সংক্রমিত সন্দেহ হলে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন।

প্রধানমন্ত্রী প্রতিটি দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply