শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট

|

বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট জাতি সংঘের কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মোঃ তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান।

২০০৫ সালে MONUSCO শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের Formed Police Unit (FPU) প্রেরণ করা হয়। ২০১৯ সাল হতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণ Individual Police Officer হিসেবে মিশনটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে Female Formed Police Unit (FPU) প্রেরণ করছে।

মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে।

বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply