কঙ্গোয় স্বর্ণখনি ধসে ৫০ শ্রমিকের মৃত্যু

|

কঙ্গোয় স্বর্ণখনি ধসে ৫০ শ্রমিকের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয়, একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ শ্রমিক। এখনো চলছে উদ্ধারকাজ।

স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা নাগাদ, কামিতুগা এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামে। তাতে, খনির প্রবেশমুখ পুরোপুরি আটকে যায়। উদ্ধারকাজে এগিয়ে আসে স্থানীয় এনজিও। তাদের বক্তব্য, নিহতদের বেশিরভাগই তরুন। ঝুঁকিপূর্ণ পরিবেশ জেনেও অর্থের জন্য অবৈধ কাজটি করে দরিদ্র শ্রেণী।

এদিকে যে কানাডিয়ান প্রতিষ্ঠান ‘বানরো করপোরেশনের’ জন্য খনিটি খোড়া হচ্ছিলো; দুর্ঘটনার পর মালিকানার বিষয়টি সাফ অস্বীকার করেছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply