Site icon Jamuna Television

কলম্বিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত বেড়ে ১০

কলম্বিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত বেড়ে ১০

পুলিশি নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরূদ্ধে কলম্বিয়ায় তৃতীয় দিনে পৌঁছালো বিক্ষোভ। শুক্রবার পর্যন্ত, সহিংসতায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন।

গেলো বুধবার, পুলিশি হেফাজতে ৪৬ বছরের এক আইনজীবীর মৃত্যুর পরই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো, মানেননি করোনা শিষ্টাচার।

রাজধানী বোগোটাতেই, ৬০টি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা, করেছে অগ্নিসংযোগ। শুধু তাই নয়, অনেক যানবাহনও পুড়েছে প্রতিবাদের আগুনে। তবে আন্দোলনের সুযোগে অনেক জায়গায় চলেছে লুটতরাজ। দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো লুট করেছে অসাধু কিছু মানুষ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সহিংসতায় কমপক্ষে ২০০ পুলিশ সদস্যসহ আহত চার শতাধিক মানুষ।

Exit mobile version