কয়েক দিন ৮৯, ৯৫, ৯৬ ও ৯৭ হাজার এভাবেই করোনার দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ছে ভারত। দৈনিক মৃত্যুও ১২শ’র বেশি থাকছে। করোনার অপর দুই হটস্পট যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মোট দৈনিক সংক্রমণের চেয়ে বেশি শনাক্ত হচ্ছে কেবল ভারতে।
শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭ হাজার ৫৭০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন যা নতুন রেকর্ড।
এই সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে সাড়ে ৪৬ হাজার এবং ৪৪ হাজারের বেশি। গত এক মাস ধরেই ওই দুটি দেশের তুলনায় ভারতের নতুন সংক্রমণ অনেক বেশি সংখ্যায় হচ্ছে। গত কয়েক দিনে তা দ্বিগুণেরও বেশি গিয়ে ঠেকেছে।
সাড়ে ৯৭ হাজার নতুন শনাক্ত নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৬ লাখ ৫৯ হাজার ৯৪৮ জন। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৬ লাখ ৩৬ হাজার আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪২ লাখ ৮৩ হাজারের মতো।
দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এখন অন্যান্য দেশের থেকে এগিয়ে ভারত। অবশ্য মোট মৃত্যুর হিসাবে বিশ্বের তৃতীয় স্থানে থাকলেও প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম।
গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ২০১ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৭৭ হাজার ৪৭২ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।
মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে দেশের মধ্যে এগিয়ে এই তিনটি রাজ্য। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন সংক্রমণ সাড়ে ২৪ হাজারের বেশি। যার জেরে সেখানকার মোট আক্রান্ত ১০ লক্ষ ছাড়িয়েছে। অন্ধ্রপ্রদেশে প্রায় ১০ হাজার ও কর্নাটকে সাড়ে ৯ হাজার নতুন করে সংক্রমিত হয়েছেন।
উত্তরপ্রদেশেও দৈনিক আক্রান্ত বিগত কয়েক দিন ধরে সাড়ে ৬ হাজারের বেশি ছিল। যা আজ ৭ হাজার ছুঁয়েছে। দৈনিক সংক্রমণে নতুন করে চিন্তা বাড়াচ্ছে দেশের রাজধানী। জুলাইয়ের শেষ ও অগস্টে সেখানে দৈনিক সংক্রমণ কমে এক হাজারের ঘরে নেমেছিল। গত ক’দিন ধরেই তা বেড়ে চার হাজার ছাড়িয়ে যাচ্ছে। যা এই করোনাকালে প্রথম বার হল।
পশ্চিমবঙ্গ ও বিহারে নতুন সংক্রমণ একই হারে হলেও তেলঙ্গানা, অসম, ওড়িশার দৈনিক নতুন সংক্রমণ কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। কেরল, হরিয়ানা, পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়েও আক্রান্ত উল্লেখযোগ্য হারে বাড়ছে।
Leave a reply