নদীতে যাচ্ছে নৌকা। সেই নৌকার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে বিশালাকার একটি কুমির। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভিডিওতে কুমিরের সাঁতার কাটার গতি চমকে দিয়েছে নেটাগরিকদের। খবর আনন্দবাজার পত্রিকা।
অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক স্থানে সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন অ্যালেক ডান ও তার বন্ধু। নৌকায় ঘুরতে ঘুরতে তারা হঠাৎ দেখেন, একটি কুমির তাদের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে আসছে। তখনই সেই ঘটনার ভিডিও করেন তারা।
ভিডিওতে দেখা যাচ্ছে, কুমিরটি প্রায় সাড়ে চার মিটার লম্বা। সাধারণত কুমির যে গতিতে জলে চলে ফেরা করে, তার থেকে অনেক জোরে সে সাঁতরাচ্ছে।
https://www.facebook.com/watch/?v=436123417365109&extid=fZPtBmMfr9SRfYTa
Leave a reply