পূর্ব ভূমধ্যসাগরের কর্তৃত্ব ছেড়ে দেবে না তুরস্ক

|

পূর্ব ভূমধ্যসাগরের উপর কর্তৃত্ব ছেড়ে দেবে না তুরস্ক। রোববার তুরস্কের অনুসন্ধাকারী জাহাজ ‘অরুক রেইজ’ দেশটির দক্ষিণ সমুদ্রবন্দরে ফিরে আসার পর এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুমি আকার। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক’র।

হুলুসি আকার জনান, জাহাজটির ফিরে আসা তার নিয়মিত কার্যক্রমেরই অংশ। এতে পিছিয়ে যাওয়ার ‍কোনো বার্তা নেই।

তবে গ্রিস এটিকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হিসেবে দেখতে চাইছে। সেইসাথে সমুদ্র সীমানায় তুরস্ককে রুখতে তারা সীমান্ত অঞ্চলে সেনা মোতায়নও জারি রেখেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply