যুক্তরাষ্ট্রের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে

|

যুক্তরাষ্ট্রের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। নিখোঁজ অনেকে। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ায় আরও তীব্র হয়েছে আগুন।

রোববার আগুন আরও বাড়ার শঙ্কায় জারি করা হয়েছে ‘লাল পতাকা সতর্কতা’। তিন সপ্তাহের আগুনে ক্যালিফোর্নিয়ায় পুড়েছে ৩০ লাখ একর ভূমি। চার হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে এই একটি রাজ্যেই। প্রাণ গেছে কমপক্ষে ২২ বাসিন্দার।

২৯টি এলাকায় আগুন নেভাতে কাজ করছে ১৭ হাজার ফায়ারসার্ভিস কর্মী। ওরিগনে অন্তত ৩৫টি এলাকায় আগুন সক্রিয়; মারা গেছেন ১০ জন। অত্যাধিক তাপমাত্রায় দেখা দিয়েছে খরা পরিস্থিতি।

ওয়াশিংটনেও প্রাণ গেছে ১ জনের। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রশাসনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply