Site icon Jamuna Television

দুই মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে শিক্ষক আটক

সাভারের আশুলিয়ায় দুই মাদরাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে শিক্ষক মো. ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।

শ্রীপুরের মধুপুর এলাকার জাবালে নূর মাদরাসা থেকে তাকে আটক করা হয়। দুই ছাত্রকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে গতকাল রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, খেলা করার অপরাধে দুই শিক্ষার্থীকে গেলো শুক্রবার বেত দিয়ে পেটান মাদরাসার শিক্ষক ইব্রাহিম। তবে এই এঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Exit mobile version