অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সকালে গুলশান, বনানী ও প্রগতি সরণি এলাকায় এই অভিযান শুরু হয়।
উত্তরের রাজস্ব কর্মকর্তা জানান, কেবল ১৩টি সাইনবোর্ড ব্যানারের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। উত্তরের বাকি সকল সাইনবোর্ড অবৈধ। যেখান থেকে বড় আকারের রাজস্ব হারাচ্ছে ডিএনসিসি।
অভিযান চলাকালে মেয়র আতিক বলেন, এরমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সবাইকে জানানো হয়েছে। যারা নিয়মের মধ্যে না আসবে তাদের সব সাইনবোর্ড উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সৌন্দর্যের বিষয় মাথায় রেখে নীতিমালা করা হয়েছে। সে লক্ষে অনুমোদন দেয়া হবে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, আগেই সবাইকে অনুরোধ করা হয়েছে। এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে। এ জন্য আমাদের আজ অভিযান চলবে। অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
Leave a reply