২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস

|

করোনা: বিশ্বজুড়ে একদিনে মৃত্যু আরও ৪ হাজার, শনাক্ত ২ লাখ ৪০ হাজার

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজারের বেশি।

গেলো কয়েকদিনের মতোই সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। একদিনে দেশটিতে ১২শ’ ৩৮ জনের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৮২ হাজার। ৯১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, আবারও প্রাণহানি বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। একদিনে ১১শ’ ৬৩ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে প্রাণ গেছে ১০৯০ জনের।

সবমিলিয়ে বিশ্বে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজারের ওপর। মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply