নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত এক পরিবারের পাশে সাইফ পাওয়ারটেক

|

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত আবুল বাসার মোল্লার পরিবারের পাশে দাড়িয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। পরিবারটিকে মাসিক ২৫ হাজার টাকা করে ২ বছরের জন্য ৬ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।

নিহত আবুল বাসার মোল্লার স্ত্রী তাজিয়া বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক তরফদার রুহুল সাইফসহ অন্যান্য কর্মকর্তারা।

মসজিদে আগুনের ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আবুল বাসার নিহত হলে তার পাশে দাড়ায় সাইফ পাওয়ারটেক।

এরআগে করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা প্রদান করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিভিন্ন সরকারী হাসপাতাল ও প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার ও পিপিই সামগ্রী দিয়েছে সাইফ পাওয়ারটেক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply