শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন

|

শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন। মঙ্গলবার আনুষ্ঠানিকতা শুরুর ঘোষণা দেন, এবিষয়ক প্রেসিডেন্ট ভলকান বোজকির।

যদিও বিশ্ব নেতাদের নিয়ে উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।

বোজকির বলেন, করোনাভাইরাসের কারণে এ বছরের আলোচনায় মূল এজেন্ডা স্বাস্থ্য নিরাপত্তা ইস্যু। পাশাপাশি সব দেশের মধ্যে ভ্যাকসিনের সমবন্টন নিশ্চিতেও আলোচনা হবে। এছাড়া গুরুত্ব পাবে ২০৩০ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, প্যারিস জলবায়ু চুক্তি, শান্তি ও নিরাপত্তা, নিরস্ত্রীকরণ, মানবাধিকার এবং লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply