আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আখাউড়া-আগরতলা সড়কের বাইপাস এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ওই বৃদ্ধের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, এক ব্যক্তির সবজি ক্ষেত থেকে ওই বৃদ্ধের ঝুলানো মরদেহ আমরা উদ্ধার করি। তার বয়স আনুমানিক ৭০ বছর। নতুন রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া যায়। তার শরীর তল্লাশি করে কিছু ঔষধ পাওয়া যায়।
ওসির ধারণা, ওই বৃদ্ধ ব্যাথার ঔষধ সেবন করতেন। হয়তো ব্যাথা সহ্য করতে না পারায় তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন।
তবে ওই ব্যক্তির গলায় রশি দিয়ে ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটিতেই ছিল। এজন্য এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও পুলিশের দাবি এটি আত্মহত্যা। অবশ্য বৃদ্ধের মৃত্যুর রহস্য ও পরিচয় উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।
Leave a reply