মাগুরা প্রতিনিধি:
মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় দুইটি বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মাগুরা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সর্দার জানান, আজ শুক্রবার দুপুর দুইটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহন ও যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসের সাথে লেগে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাকলাদার পরিবহণ ছিটকে পাশের খাদে পড়ে ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়।
তিনি বলেন, আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন হোসেন (৪৫) ও বাসের যাত্রী ফকরুল ইসলামের (৩৮) পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নিহত আমিন হোসেন যশোরের রুপদিয়া ও ফকরুল নরসিংদীর দত্ত পাড়ার বাসিন্দা। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
ইউএইচ/
Leave a reply