করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রথম সুনির্দিষ্ট ওষুধেরও ছাড়পত্র রাশিয়ার

|

করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রথম সুনির্দিষ্ট ওষুধেরও ছাড়পত্র রাশিয়ার

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের পর, এতে আক্রান্তদের চিকিৎসায় প্রথম সুনির্দিষ্ট ওষুধেরও ছাড়পত্র দিলো রাশিয়া। এরই মধ্যে ‘করোনাভির’ ওষুধটি দেশটির ফার্মেসিগুলোতে বিক্রির অনুমতি দিয়েছে রুশ প্রশাসন।

আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে ওষুধটি। বায়োটেক প্রতিষ্ঠান আর ফার্মের এ ওষুধ, করোনাভাইরাসে আক্রান্ত মৃদু উপসর্গের রোগীদের ওপর ব্যবহারযোগ্য। হাসপাতালে ব্যবহারের জন্য ওষুধটি প্রথম অনুমোদন পায় জুলাইয়ে।

কোভিড আক্রান্ত ১৬৮ জন রোগীর ওপর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে, জানিয়েছে আর ফার্ম। মে মাসে ‘এভি-ফে-ভির’ নামে একটি ওষুধ সবুজ সংকেত পেলেও শেষ পর্যন্ত তা বিক্রির অনুমতি পায়নি। দু’টো ওষুধই, ভাইরাল সংক্রমণ সারাতে জাপানের প্রস্তুতকৃত ‘ফেভি-পিরে-ভির’ ব্যবহার করে তৈরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply