গ্যানাব্রির হ্যাটট্রিকে শালকে ৮-০ গোলে বিধ্বস্ত করলো বায়ার্ন

|

গ্যানাব্রির হ্যাটট্রিকে শালকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নতুন মৌসুম শুরু করলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

আলকান্তারা-থিয়াগো ছাড়াই এ দিন গোল উৎসবে মেতেছিলেন বাভারিয়ানরা। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৪ মিনিটেই যার শুরু টা করেন সার্জ গ্যানাব্রি। ১৯ মিনিটে মূলারের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন গোরেতজা। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লেভানডভস্কি ৩১ মিনিটে পেনাল্টি গোলে করেছেন নতুন রেকর্ড। বুন্দেসলিগায় নির্দিষ্ট একটি দলের বিপক্ষে টানা ১০ ম্যাচেই গোল পাওয়া প্রথম ফুটবলার তিনি। আর ৪৭ ও ৫৯ মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন গ্যানাব্রি।

বদলি হিসেবে নেমে গোল করে ১৭ বছর বয়সী মুইসালাও নাম লিখিয়েছেন রেকর্ড বুকে। বুন্দেসলিগায় বায়ার্নের কনিষ্ঠতম গোলদাতা তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply