বিশ্বকাপ বাছাইয়ে ৩০ সদস্যের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

|

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবারও ফিরলেন আর্জেন্টিনা দলে। তবে অ্যাংহেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরোকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আলবি সেলেস্তারা।

কোপা আমেরিকা থেকে বিদায় নেবার পর আয়োজকদের সমালোচনা করে নিষেধাজ্ঞায় পড়েছিলেন মেসি। মেসির পাশাপাশি ইকুয়েডর ও বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন আলেহান্দ্রো গোমেজ। ডাক পেয়েছেন আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাকি দুই গোলরক্ষক হুয়ান মুসো ও আগুস্তিন মার্চেসিন।

দলে রয়েছেন পাওলো দিবালা, আলেহান্দ্রো গেমেজ, ভিওভানি সিমেওনে, ক্রিস্টিয়ান পাভোন, জিওভানি লো সেলসো, নিকোলাস ওটামেন্ডিরা। ৮ অক্টোবর ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর প্রতিপক্ষ বলিভিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply