লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ২৫০ ক্যান বিয়ারসহ মিজানুর রহমান ঢালী নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। গভীর রাতে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে থানা পুলিশ।
মিজান উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মঞ্জুর হোসেন সুমনের অনুসারি হিসেবে পরিচিত।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করে। পরে তার তথ্য অনুযায়ী নিজ বাড়ি থেক ২৫০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।
Leave a reply