রাজশাহী প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় দুটি ছাগলের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় গণপিটুনিতে আবু তালেব নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার আবু তালেবের ট্রাকের নিচে পড়ে দুটি ছাগল মারা যায়। ড্রাইভার ট্রাকটি দ্রুত চালিয়ে পালিয়ে আসে। এসময় ছাগল মালিক গোলাম মোস্তফা কয়েকজন সাথে নিয়ে মোটরসাইকেলে ধাওয়া করে। পরে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটিকে আটকানো হয়। এরপর শুরু হয় গণপিটুনি।
পরে স্থানীয়দের আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ট্রাকচালকের মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছাগল মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। এ নিয়ে হত্যা মামলার প্রক্রিয়া চলমান।
Leave a reply