মৌলভীবাজারে রাধিকা মোহন গোস্বামী স্মৃতি পদক প্রদান

|

মৌলভীবাজারে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা রাধিকা মোহন গোস্বামী স্মৃতি পদক প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানে পদক পেয়েছেন সিলেট ও মৌলভীবাজারের দুই সাংবাদিক।

শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব ভবনে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা মৌলভীবাজার এর সহযোগিতায় এবং রাধিকা মোহন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার
আহমদ।

ইমজা সভাপতি শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ।

এবছর প্রিন্ট মিডিয়ায় প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা সিলেট বিভাগীয় প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনকে পদক সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও ১৫ জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply