সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

|

সাভারে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে চালক হেলপার ও যাত্রীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থায় গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী যাত্রীবাহী বাসটি সাভারের বলিয়ারপুর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে গিয়ে চালক, হেলপার ও যাত্রীসহ আহত হন অন্তত ১৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।

এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply