Site icon Jamuna Television

ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে ও স্বামীকে স্বাস্থ্যে বদলি

ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং তার স্বামী রংপুরের পীরগঞ্জে ইউএনও মো.মেজবাউল হোসেনকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর গভীর রাতে সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসা চলছে ওয়াহিদা খানমের।

ওয়াহিদা খানম ও তার স্বামী মেজবাউল হোসেন ৩১ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Exit mobile version