বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ২ কোটি ২৬ লাখ মানুষ

|

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ২ কোটি ২৬ লাখ মানুষ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ৬১ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১০ লাখের মতো। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ কোটি ২৬ লাখের মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৯ লাখ ৬১ হাজার ৩৭৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ২৪৯ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৩ লাখ ৭৬ হাজার ৯০৪ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৩৯২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply