সৌদিতে হুতিদের রকেট হামলায় আহত ৫

|

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে রকেট হামলায় দেশটির অন্তত পাঁচ নাগরিক আহত হয়েছেন। তাদর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, জিজান প্রদেশের সীমান্ত এলাকার একটি গ্রামে রকেট হামলা চালানো হয়েছে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে এ বিষয়ে হুতিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনে পাঁচ বছরের বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রাহীরা প্রায়ই সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। বিশেষ করে সৌদি জোটকে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply