ভারতের করোনা টেস্টিং কিট ‘ফেলুদা’র অনুমোদন

|

ভারতের করোনা টেস্টিং কিট 'ফেলুদা'র অনুমোদন

ভারতের নিজস্ব উদ্ভাবিত করোনা টেস্টিং কিট ‘ফেলুদা’র অনুমোদন দিলো দেশটির জাতীয় ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান- DCGI। ফলে, রোববার থেকে বাণিজ্যিকভাবে এটি ব্যবহার করা যাবে।

ভারতে করোনার সংক্রমন যখন প্রাথমিক পর্যায়ে ছিলো; সেসময়ই কোভিড নাইনটিন পরীক্ষার সহযোগিতায় এগিয়ে আসেন দুই বাঙ্গালি গবেষক শৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। তারা দু’জনই কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে কর্মরত। মূলত সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’র নামেই টেস্টিং কিটের নামকরণ।

এছাড়া, করোনাভাইরাসের ল্যাব পরীক্ষার সাংকেতিক নামও আসে ফেলুদা। আরটি-পিসিআর পরীক্ষায় যেখানে বেসরকারি ল্যাবগুলোয় সাড়ে ৪ হাজার রূপি লাগে। সেখানে, ফেলুদা টেস্টের খরচ মাত্র ৫০০ রূপি। আর কয়েক মিনিটের মধ্যেই শতভাগ নিখুঁত ফলাফল দেয় কিটটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply