স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের বিরুদ্ধে র‍্যাবের দুই মামলা

|

অবৈধ অস্ত্র, জালনোট ও বদলি বাণিজ্য করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদফতরের গাড়ি চালক মালেকের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। রাজধানীর তুরাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা দায়ের করা হয়। মামলায় মালেককে আদালতে তোলা হতে পারে আজ।

কামারপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর গতকাল র‍্যাব জানিয়েছিলো, বদলি বাণিজ্যের কথা স্বীকার করেছেন গাড়ি চালক মালেক। তার ঢাকায় তিনটি বাড়ি ও পনের কাঠা জমির ওপর ডেইরি ফার্ম আছে। এছাড়া তিনি একই পরিবারের সাতজনকে চাকরি দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরে।

তবে মালেকের পরিবারের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার। হাতিরপুল ও তুরাগের জমি পৈত্রিক সূত্রে পাওয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply