মসজিদে বিস্ফোরণ:তিতাসের ৪ প্রকৌশলীসহ ৮ কর্মকর্তা কর্মচারীর জামিন

|

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি ফতুল্লার প্রকৌশলীসহ আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এর আদালত এ জামিন মঞ্জুর করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের পুনরায় রিমান্ডের আবেদন করে কোর্টে প্রেরণ করে । সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামিকে আরও তিন দিন করে রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আসামিদের জামিন আবেদন করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিতাসের ৪ কর্মকর্তাসহ ৮ জনের জামিন মঞ্জুর করেছেন।

জামিনপ্রাপ্ত তিতাসের ৮ কর্মকর্তা হলেন- তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী(৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার(৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের প্রকর্মী মো.ইসমাঈল প্রধান(৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাহায্যকারী মো.হানিফ মিয়া(৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো.আইয়ুব আলী(৫৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র সুপারভাইজার মো.মনিবুর রহমান চৌধুরী(৫৬)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply