১৫ দিন পর বাদশার মরদেহ হস্তান্তর করলো বিএসএফ, স্বজনদের আহাজারি

|

অবশেষে চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাদশার মরদেহ ১৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। মরদেহ পাওয়ার পরে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজিবি’র কাছে তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। পরে বিজিবি পুলিশের মাধ্যমে বাদশার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ‘গত ৫ সেপ্টেম্বর রাতে বাদশাসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যায়। এ সময় কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশ করলে ভারতীয় গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় বাদশা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।’

এদিকে বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় এবং পরবর্তীতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply