করোনায় প্রাণ হারালেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশেরুজ্জামান

|

কে এম নওশেরুজ্জামান

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার কে এম নওশেরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শারীরিক অসুস্থতাবোধ করলে করোনা পরীক্ষা করান নুরুজ্জামান। পরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গত ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার কল্যাণপুরস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জানাজা শেষে গ্রামের বাড়ি চাদপুরে দাফন করা হবে নওশেরুজ্জামানকে।

কে এম নওশেরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ ওয়াপদার হয়ে খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মু্ক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। খেলেছেন জাতীয় ফুটবল দলেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply