বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল। সোমবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি মনোনয়ন দিলেও জাপা প্রার্থী মনোনয়ন দিয়েছে আজ।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের ছেলে রায়হান উদ্দিন শান্ত। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড রায়হান উদ্দিন শান্তকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়।
বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমানকে। জাতীয় পার্টি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
গত বছরের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন আকন বার্ধক্যজনিত কারণে মারা যান। নির্বাচন কমিশন গত ১৫ সেপ্টম্বর শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী আগামীকাল ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই ও ২০ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসার মো. বেনজির আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
Leave a reply