লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে বিস্ফোরণ ঘটে। খবর- আল-জাজিরা।
মঙ্গলবারের এ ঘটনার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বেশ শক্তিশালী কোনো বিস্ফোরণ ঘটেছে গ্রামটিতে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে গ্রামের একটি গ্যাস স্টেশন ও সমাধিস্থলের পাশে এ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের ফলে আশপাশে কিছু ভবনে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ৪ আগস্ট স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি ঘটে, আহত হন ৬ হাজারের বেশি। বৈরুত বন্দরের একটি গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থেকে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠে অনেক দূরের এলাকাও।
لا معلومات حتى الآن حول ما حدث في بلدة عين قانا الجنوبية. وسحب الدخان تغطي المنطقة.
https://t.co/JQsGCrrE95— Sahar Ghaddar (@sahar_ghaddar) September 22, 2020
Leave a reply