লেবাননে হিজবুল্লাহ’র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ (ভিডিও)

|

লেবাননে হিজবুল্লাহ’র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে বিস্ফোরণ ঘটে। খবর- আল-জাজিরা।

মঙ্গলবারের এ ঘটনার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বেশ শক্তিশালী কোনো বিস্ফোরণ ঘটেছে গ্রামটিতে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে গ্রামের একটি গ্যাস স্টেশন ও সমাধিস্থলের পাশে এ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের ফলে আশপাশে কিছু ভবনে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ৪ আগস্ট স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি ঘটে, আহত হন ৬ হাজারের বেশি। বৈরুত বন্দরের একটি গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থেকে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠে অনেক দূরের এলাকাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply