আলোচনার মাধ্যমে কাশ্মির সংকট সমাধানের প্রস্তাব এরদোগানের

|

শান্তি আলোচনার মাধ্যমে কাশ্মির সংকট সমাধানের প্রস্তাব দিলেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি বলেন, এর ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তি। যদিও বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। স্বাগত জানিয়েছে পাকিস্তান।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা আর শান্তির চাবি কাশ্মিরে। তাই এ বিষয়ে কথা বলার প্রয়োজন আজও শেষ হয়নি। এটি চলমান ইস্যু। জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল থেকে শুরু করে পরের সব পদক্ষেপই জটিলতা আরও বাড়িয়েছে। আমরা চাই, জাতিসংঘ নীতিমালার মধ্যে থেকে কাশ্মিরিদের প্রত্যাশা পূরণে সংকটের সমাধান হোক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply