পার্টি করার জের ধরে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটায় সুইজারল্যান্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লুজানের এএইচএল হসপিটালিটি ম্যানেজমেন্টের স্কুলের এসব শিক্ষার্থীদের ওপর বুধবার স্থানীয় কর্তৃপক্ষ কোয়ারেন্টাইন আরোপ করে। খবর- এএফপি।
স্কুলটি’র মোট সংখ্যার প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থীকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে অবস্থান করতে অথবা ক্যাম্পাসের বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে। হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইএইচএল বিশ্বের মধ্যে অন্যতম। সেখানে তিন বছর মেয়াদি স্নাতক করতে বিদেশি শিক্ষার্থীদের গুনতে হয় ১ লাখ ৬০ হাজার ডলার।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে এখনো বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। এক’শ জনের বেশি জনসমাগম দেশটিতে এখনো নিষেধ। মাস্ক পরাও বাধ্যতামূলক।
Leave a reply