ক্রেতাদের আকর্ষণ করতে বিলাসবহুল ফ্যাশন কোম্পানিগুলো প্রায়ই নতুন নতুন আইডিয়ার জামা-কাপড় নিয়ে আসে। আর এই পরীক্ষা-নিরীক্ষা মনে হয় সব থেকে বেশি চলে জিন্সের উপর। তেমনই একটি জিন্সের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
Gucci denim overalls with grass stains. No. Just, no. pic.twitter.com/hs1SIT7zuj
— Becky, Baroness of Bunzy, Co-CEO Execubetch™️ (@BeckyBunzy) September 21, 2020
যারা ব্র্যান্ডেড জামাকাপড় পরেন, তারা প্রায় সবাই গুচি’র নাম শুনেছেন। ইতালির এই কোম্পানিটি সম্প্রতি একটি জিন্স বাজারে নিয়ে এসেছে, যাতে ঘাসের মতো সবুজ ছোপ রয়েছে। জিন্স পরে ঘাসে ভরা কোনও মাঠে কেউ যদি হাঁটু মুড়ে পড়ে যান তবে জিনসে যে ধরনের দাগ তৈরি হয়, গুচির নতুন জিনসে তেমনই ছোপ দেওয়া হয়েছে।
Gucci are now selling £600 jeans with fake grass stains on the knees https://t.co/oGOdEdNucH pic.twitter.com/Uw5rGWqpS4
— SICK CHIRPSE (@SickChirpse) September 21, 2020
গুচির এই নতুন জিনসের দামও তাদের অন্যান্য সামগ্রীর সঙ্গে মানানসই। এই জিন্সের দাম গুচির সাইটে ১৪০০ মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে। তবে জায়গা ও জিনসের ভ্যারাইটির উপর দামের হেরফের হতে পারে মনে করা হচ্ছে।
Gucci is selling jeans with fake grass stains for €650https://t.co/bkRuj2BL2N pic.twitter.com/8vZ0OLt5B8
— iRadio (@ThisisiRadio) September 21, 2020
সোশ্যাল মিডিয়ার অনেক পোস্টেই এই জিনসের দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা বলেও উল্লেখ রয়েছে।
Would you buy $1,400 overalls — with fake grass stains? Gucci is selling some https://t.co/zAByvv7zGf pic.twitter.com/dTocMirl4U
— Oddities by Qwyck (@odditiesbyqwyck) September 22, 2020
গুচির তরফে জানানো হয়েছে, এটি অর্গ্যানিক কটন বা জৈব সুতো থেকে তৈরি হয়েছে। শুধু হাঁটুর কাছেই নয়, পিছনেও কিছু কিছু সবুজ ঘাসের ছোপ রয়েছে জিন্সটিতে।
Leave a reply