ফিলিস্তিন নির্বাচন নিয়ে ঐকমত্য হামাস-ফাতাহ

|

ফিলিস্তিন নির্বাচন নিয়ে ঐকমত্য হামাস-ফাতাহ

দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনে সাধারণ নির্বাচন দিতে ঐকমত্যে পৌঁছালো হামাস ও ফাতাহ। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেন ফাতাহ’র শীর্ষ কর্মকর্তা জিবরিল রজব।

বিবৃতিতে বলা হয়, তুরস্কে হওয়া সমঝোতা অনুসারে আগামী ছয় মাসের মধ্য হবে নির্বাচন। এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।

চুক্তি অনুসারে, প্রথমে সাংবিধানিক পরিষদের নির্বাচন, তারপর প্রেসিডেন্ট বাছাই করা হবে। সবশেষ হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংস্থা- পিএলও পরিষদের ভোটাভুটি। তাতে গাজা উপত্যকার পাশাপাশি জেরুজালেমের ভোটাররাও অংশ নিবেন- জানানো হয় এ প্রত্যয়।

২০০৬ সালে শেষবার নির্বাচন হয় যাতে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পায় হামাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply