ব্রাজিলে দ্বিতীয় দফায় মহামারির প্রকোপ বাড়ায় জনপ্রিয় ‘সাম্বা কার্নিভ্যালে’র সময় পিছিয়ে দিলো রিও ডি জেনেরিও প্রশাসন।
বৃহস্পতিবার সিদ্ধান্তটি জানায় শহরটির সাম্বা স্কুল পরিষদ। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে হয় নজরকাড়া ও ঐতিহ্যবাহী কার্নিভ্যাল। কিন্তু ২০২১ সালে সেটি পেছানো হবে। এখনো সুনির্দ্দিষ্ট তারিখ জানায়নি কর্তৃপক্ষ।
ভ্যাকসিনের ওপর নির্ভর করবে কার্নিভ্যালের ভবিষ্যৎ। করোনাভাইরাস প্রতিরোধে চূড়ান্ত ট্রায়ালে থাকা সবগুলো প্রতিষেধকের পরীক্ষা হচ্ছে ব্রাজিলে। দেশটির ১৩টি শীর্ষস্থানীয় নাচের স্কুল অংশ নেয় অনুষ্ঠানে। যা উপভোগে যোগ দেন প্রায় এক লাখ মানুষ।
Leave a reply