ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোরের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সোহাগ মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের পাক হাজিপুর গ্রামের মরহুম গনি হাজীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মুখে কাপড় বেঁধে চোর চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে ঢুকে। সোহাগ টের পেয়ে চোরকে ধাওয়া করে ধরে ফেলেন। এই সময় ওই চোরের সাথে তার হাতাহাতির এক পর্যায়ে চোর সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সোহাগ মিয়া মারা যান। নিহত সোহাগ মিয়ার একটি মেয়ে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Leave a reply