টাঙ্গাইলে বিদ্যুৎস্পর্শে ট্রাক হেলপারের মৃত্যু

|

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পর্শে নাঈম ইসলাম (১৪) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। আজ বিকেলে পৌর শহরের সিলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার নিশ্চন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক করিম জানান, একটি ভূষি ভর্তি ট্রাক পৌরসভার সিলিমপুর রোড দিয়ে যাচ্ছিলো। এ সময় রাস্তার পাশ দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সাথে ট্রাকের উপরে থাকা হেলপারের স্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ এবং ট্রাক থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)’র কালিহাতী উপজেলার নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ জানান, বিদ্যুতের তার নিচ দিয়ে টানানো হয়নি। অতিরিক্ত উচু করে মালামাল পরিবহন করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply