নির্যাতিত ও ধর্ষিত মায়েদের পাশে ঢাবির ‘বন্ধু সংগঠন’

|

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলায় বিভিন্ন সময়ে নির্যাতন ও ধর্ষণের শিকার হ্ওয়া সন্তান জন্ম নেওয়া অসহায় মায়েদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ সেশনের সাবেক শিক্ষার্থীদের গড়া ‘বন্ধু সংগঠন’।

লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানার আয়োজনে আজ শনিবার দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে নির্যাতিত ১০ জন মাকে ১টি করে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করে সংগঠনটি।

এসময় বন্ধু সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ সেশনের সাবেক শিক্ষার্থী ও এটিএন বাংলা টেলিভিশনের নিউজ এডিটর নাদিরা কিরন, আনোয়ার হোসেন ও মোস্তাক মামুদ।

সভাপতির বক্তব্যে আয়োজক পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলা তদারকি করতে গিয়ে ধর্ষণের শিকার মায়েদের বিভিষীকাময় জীবন তিনি দেখতে পান। তাদের মধ্যে ১০ জন মাকে স্বাবলম্বী করতে বন্ধু সংগঠনের এই আয়োজন প্রশংসনীয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply