কুড়িগ্রামে বন্যায় তীব্ররূপ ধারণ করেছে ভাঙন

|

কুড়িগ্রামে বন্যায় তীব্ররূপ ধারণ করেছে ভাঙন

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার কারণে নিম্নাঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দীর্ঘদিন ধরে বন্যাক্রান্ত হওয়ায় মানুষজন পড়েছে ভোগান্তিতে।

পানি বাড়া আর কমার কারণে নদ-নদীগুলোর তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। পঞ্চম দফা বন্যায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে।

পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া যাতায়াতের
কোন মাধ্যম নেই। প্রায় ৫ হাজার হেক্টর অধিক আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত পানিতে। এছাড়া ঘর-বাড়িতে পানি ওঠায় অনেকেই গবাদি পশু নিয়ে বাঁধ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।

এদিকে ধরলা অববাহিকার কয়েকটি গ্রামে প্রবল স্রোতে ভেসে গেছে শতাধিক ঘরবাড়ি। পানি বাড়ার ফলে বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন তীব্র রূপ নিয়েছে। ভাঙনের কবলে পড়েছে বসতভিটা, কৃষি জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা এবং বাঁধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply